হাঁটুসমান চারটি খুঁটি। তাতে লাল নাইলনের দড়ি দিয়ে সীমানা টেনে দেওয়া। ভেতরে মাদুর বিছিয়ে পড়াশোনায় ব্যস্ত কিছু শিশুর দল। শ্যামলীর শিশুপার্কে প্রায় বিকেলেই দেখা মিলবে এদের। সোহেল রানা বছর দুয়েক আগে ঢাকায় এসেছেন। ঢাকা কলেজে রসায়ন বিভাগে স্নাতকোত্তর পড়ছেন। ২০১৫ সালের...