তখন সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালের খেলা চলছে। প্রথম ইনিংসে সিলেট ব্যাটিং করার সময়ের মাঝপথে হটাত সবার চোখ গেল শেরে-ই-বাংলার ইস্ট জোনের গ্যালারিতে। সেখানে দেখা গেলো, সিলেট স্ট্রাইকার্সের জার্সি পরিহিত একদল শিশু সারিবদ্ধ হয়ে লাইন দিয়ে গ্যালারিতে উঠছে।
এমনিতেই অন্যদিনের চেয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) মিরপুরের গ্যালারিতে দর্শকের সংখ্যা ছিল কয়েকগুন বেশি। তবে তার মধ্যেও এই ছোট ছোট বাচ্চাদের এভাবে গ্যালারিতে আসা যেন চোখে আটকালো।
মিরপুরের প্রেসবক্স থেকে দেখে আয়েশ না মেটায় সরাসরি গ্যালারিতে যেতে হলো। সেখানে দেখে প্রথম দেখায় প্রত্যেক শিশুকে যে পরিমাণ উচ্ছ্বসিত দেখালো তাতে যে কারো মন ভালো হয়ে যাওয়ার কথা।