0%
Loading ...

তানিয়া, আরিফা, হানিফ, লামিয়া ও সাথী। ওদের বয়স আনুমানিক ৫ থেকে ১০ বছর। ওরা স্বপ্ন দেখে বড় হয়ে কেউ হবে ডাক্তার, কেউবা ইঞ্জিনিয়ার, কেউ হবে শিক্ষক। কিন্তু ভাগ্যের কারণে এই বয়সেই ওদের পরিবারের জন্যে রোজগার করতে হয়। নয়তো ঘরে থাকা ছোট ভাইবোনকে পাহারা দিয়ে রাখতে হয়, মা-বাবাকে কাজে যাওয়ার সুযোগ করে দিতে। তাই লেখাপড়া শেখা ওদের হয়ে ওঠে না। এমনি বৈরী পরিবেশের পরেও ওরা আগ্রহী লেখাপড়া শিখতে। তাই সময় বের করে আসে বিনামূল্যের বিদ্যালয়ে। ওদের বিদ্যালয়ের নাম ‘ছায়াতল বিদ্যাপীঠ’।

ছায়াতল বাংলাদেশ একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা গড়ে তুলেছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে তিনটি স্কুল। একটি ক্যাম্পাস ৩৬/ক, পিসিকালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ছায়াতল বিদ্যাপীঠ ক্যাম্পাস-২, গাবতলী, পাথরঘাট, দীপনগর, পর্বত। ৩য় ক্যাম্পাস বাঘৈর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। তারা শিশুদের ৩টি স্কুলের পাশাপাশি, শিশুদের বিনামূল্যে বই, খাতা, কলম ও শিক্ষা সামগ্রী বিতরণ করে থাকে। প্রতি মাসে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে, সেখানে শিশু ও তার পরিবারকে চিকিত্সা সেবা দিয়ে থাকে। এর বাইরে উত্সবে শিশুদের পোশাক বিতরণ এবং বিনোদনের জন্যে -গান, নাচ ও খেলাধুলার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।

Read Details