0%
Loading ...

হাঁটুসমান চারটি খুঁটি। তাতে লাল নাইলনের দড়ি দিয়ে সীমানা টেনে দেওয়া। ভেতরে মাদুর বিছিয়ে পড়াশোনায় ব্যস্ত কিছু শিশুর দল। শ্যামলীর শিশুপার্কে প্রায় বিকেলেই দেখা মিলবে এদের।

সোহেল রানা বছর দুয়েক আগে ঢাকায় এসেছেন। ঢাকা কলেজে রসায়ন বিভাগে স্নাতকোত্তর পড়ছেন। ২০১৫ সালের নভেম্বরের শেষের দিকে এক বিকেলে বসেছিলেন শ্যামলী শিশুপার্কে। রাকিব নামের এক শিশু দৌড়ে এসে তাঁর কোলে ঝাঁপিয়ে পড়েন। পকেটে থাকা ছোট নোটবুকে নাম লেখা শেখালেন রাকিবকে। নিজের নাম লিখতে পেরে বেশ খুশি হয় রাকিব। পরদিনও এসে নাম লেখার আগ্রহ প্রকাশ করে সে। এভাবেই একজন দুজন করে জুটে যায় বেশ বড় এক শিশুর দল। গড়ে তোলেন ‘পথশিশুদের ছায়াতল’ নামের স্কুল। গতকাল মঙ্গলবার বিকেলে শ্যামলী পার্কে গিয়ে কথা হয় সোহেল রানা ও তাঁর স্কুল সদস্যদের সঙ্গে।

Read Details