0%
Loading ...

সুবিধাবঞ্চিত এবং ছিন্নমূল শিশুদের ভালোবাসার উৎস ‘ছায়াতল বাংলাদেশ’-এর মোহাম্মদপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ফ্রান্স প্রবাসী গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জোবায়ের হোসেন এবং মাহমুদা আফরোজ তানভী এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই সুবিধাবঞ্চিত শিশুরা জাতীয় সংগীত পরিবেশন করে।

সংগঠনের ভাইস চেয়ারম্যান তাওহিদুন্নাহার দীপ্তি এর সভাপতিত্বে, প্রধান অতিথির আসন গ্রহণ করেন- জোসেফ ডি কস্তা-(সভাপতি, বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ ফ্রান্স), বাবলু রোজারিও-(প্রাক্তন মেম্বার, নাগরি ইউনিয়ন পরিষদ, কালীগঞ্জ, গাজীপুর), জনি রিগান কস্তা।

Read Details