‘এক মুঠো আহার’ নামে পরিচালিত খাদ্য প্রকল্পটির মূল লক্ষ্য শুধু ক্ষুধা মেটানো নয়, বরং সমাজের প্রান্তিক মানুষের হৃদয়ে পৌঁছানো। যেখানে শতাধিক সুবিধাবঞ্চিত অনাথ-এতিম পথশিশু, ভাসমান মানুষ এবং দিনমজুর শ্রেণির অভুক্ত মানুষ প্রতিদিন পেয়ে যাচ্ছে একবেলার পেটভরে পুষ্টিকর খাবার খাওয়ার সুযোগ ও কিছু মুহূর্তের নিখাদ ভালোবাসা।